News71.com
 Sports
 27 Dec 20, 10:47 AM
 440           
 0
 27 Dec 20, 10:47 AM

ম্যানইউর হোঁচট, ম্যানসিটির জয়

ম্যানইউর হোঁচট, ম্যানসিটির জয়

স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, লিস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে সিটি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৪ তম মিনিটে সিটিকে এগিয়ে দেন ইল্কায় গুন্ডোগান। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ম্যানসিটি। বিরতির পরও আধিপত্য ধরে রাখে দলটি। ম্যাচের ৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান টরেস। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলাদের শিষ্যরা। অন্যদিকে, লিগের অপর ম্যাচে লিস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিস্টারের মাঠে দুবার এগিয়ে গিয়েও ড্র নিয়ে ফিরতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। এই ড্রয়ের ফলে ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চতুর্থ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিস্টার। আর ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ম্যানসিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন