News71.com
 Sports
 27 Dec 20, 10:41 AM
 410           
 0
 27 Dec 20, 10:41 AM

উইন্ডিজ আসার আগেই শেরেবাংলা স্টেডিয়ামে ‘দর্শনার্থী’ নিষিদ্ধ

উইন্ডিজ আসার আগেই শেরেবাংলা স্টেডিয়ামে ‘দর্শনার্থী’ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দিয়ে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর লগ্নে অন্য সব স্থগিত রাখারই ইঙ্গিত দিয়েছেন। এই মহামারিকালে একটু এদিক-সেদিক হয়ে যেন আয়োজক হিসেবে বরাবরের সুনামে কালির দাগ না পড়ে, সে ভাবনায়ই বরং বেশি কাতর মনে হয়েছে তাঁকে, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি যেহেতু আমাদের এখানেই হবে, সব কিছু ওটাকে মাথায় রেখেই করতে হবে। এমন কোনো কিছু করা যাবে না, যাতে আমাদের একজন খেলোয়াড় সংক্রমিত হয় বা এমন কিছু হয়, যা বাইরে নেতিবাচক বার্তা ছড়াবে। সুতরাং যা-ই করি, খুব সতর্কভাবে করতে হবে।’

সেই সতর্কতার অংশ হিসেবেই নতুন বছরের শুরু থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে নানা ক্ষেত্রেই কড়াকড়ি আরোপ করা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ঢাকায় পা রাখছে ১০ জানুয়ারি। আর নতুন বছরে বিসিবির প্রথম কর্মদিবস ২ জানুয়ারি থেকেই এর কর্মীদের বলা হয়েছে কঠোর নিয়মের মধ্যে ঢুকে পড়তে। বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘২ জানুয়ারি থেকে বিসিবি কার্যালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে।’ তিন ওয়ানডে আর দুই টেস্টের সিরিজের সময় স্টেডিয়ামে দর্শক ঢুকতে দেওয়া হবে কি না, সে বিষয়টি বিসিবি সরকারের ওপরই ছেড়ে দিয়েছে বলে জানালেন দেবাশীষ, ‘আমরা মাঠ দর্শকশূন্যই রাখতে চাই। কিন্তু সরকারের কোনো ভাবনাও তো থাকতে পারে। কাজেই এ বিষয়ে আমরা সরকারের মনোভাব জানার অপেক্ষায় থাকব।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন