স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে ভারতকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন গৌতম গম্ভীর। এরপর রাজনীতিতে নেমে মনোযোগ দিয়েছেন মানুষের মন জয়ে। রাজনীতির ময়দানেও সফল বলা যায় তাকে। ভারতীয় জনতা পার্টির (বিএজেপি) টিকিট নিয়ে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী এই ওপেনার। বিতর্কিত মন্তব্য করে প্রায়ই সংবাদের শিরোনাম হয়েছেন ঠিকই, তবে মানবসেবাটাও যে ভালোভাবেই করে যাচ্ছেন, সেই প্রমাণও অনেকবার দিয়েছেন গম্ভীর। এবার সেই তালিকায় যোগ হলো নতুন এক অধ্যায়। হতদরিদ্রদের জন্য ভারতীয় মুদ্রায় ১ রুপিতে ভরপেট খাবারের ব্যবস্থা করেছেন কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক। নিজের সংসদীয় কেন্দ্র পূর্ব দিল্লির দুস্থ জনসাধারণের সাহায্যার্থে মাত্র ১ রুপিতে খাবারের বন্দোবস্ত করেছেন গম্ভীর। তার এই ক্যান্টিনের নাম 'এক আশা জন রসোই'। গত বৃহস্পতিবার দিল্লির গান্ধীনগরের কৈলাস কলোনী বাস স্ট্যান্ডে চালু হয়েছে প্রথম ক্যান্টিনটি। এখানে প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত খাবার ব্যবস্থা থাকবে। আরও বেশ কয়েকটি জায়গায় ক্যান্টিন খুলবেন গম্ভীর। পূর্ব দিল্লির ১০টি বিধানসভা এলাকায় কমপক্ষে একটি করে একরকম ক্যান্টিন চালুর পরিকল্পনা রয়েছে তার। পুরো প্রকল্পটি চলবে গৌতম গম্ভীরের ফাউন্ডেশন এবং সংসদ সদস্যের ব্যক্তিগত আর্থিক অনুদানে। ক্যান্টিন উদ্বোধন শেষে সাংবাদিকদের উদ্দেশে গম্ভীর বলেন, 'জাতি–ধর্ম–বর্ণ ও ধনী-গরীব নির্বিশেষে প্রত্যেকেরই স্বাস্থ্যসম্মত ও ভালো গুণমানের খাবার খাওয়ার অধিকার আছে বলে আমি মনে করি। আমাদের লক্ষ্য কাউকে যেন ক্ষুধার কষ্ট নিয়ে ঘুমাতে না হয়।'