News71.com
 Sports
 25 Dec 20, 02:35 PM
 461           
 0
 25 Dec 20, 02:35 PM

বড়দিনে পরিবারের সঙ্গে মেসি-রোনালদো-সালাহরা।।

বড়দিনে পরিবারের সঙ্গে মেসি-রোনালদো-সালাহরা।।

 

স্পোর্টস ডেস্কঃ দারুণ এক রেকর্ড গড়ে বড়দিনের ছুটিতে গেছেন লিওনেল মেসি। ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে’র রেকর্ড ভেঙে ৬৪৪ গোল নিয়ে নির্দিষ্ট এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের চূড়ায় ওঠেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। 

বড়দিন উপলক্ষ্যে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে ফিরেছেন তিনি। স্ত্রী রোকুজ্জো ও তিন সন্তানের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনই এক ছবি ভেসে বেড়াচ্ছে।  জুভেন্টাসের জার্সিতে শেষ ম্যাচে নিষ্প্রভ থাকলেও বড়দিনে খোশমেজাজে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মৌসুমে লিগে প্রথমবার হেরেছে তুরিনের বুড়িরা। তবে সেই ক্ষত ভুলে পরিবারের সঙ্গে বড়দিন উদযাপনে মেতেছেন পর্তুগিজ উইঙ্গার।  নিজের অফিসিয়ার ফেসবুক পেজে সঙ্গী জর্জিনা রদ্রিগেজ ও চার সন্তানের সঙ্গে ক্রিসমাস ট্রি’র পাশে বসা এক ছবি পোস্ট করে রোনালদো সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা!! ভালবাসা, সুস্বাস্থ্য ও সৌভাগ্য কামনা থাকল।’  এমনিতে মাঠের বাইরে আমুদে লোক হিসেবে পরিচিত নেইমার। বড়দিনের শুভেচ্ছাও একটু ব্যতিক্রমীভাবে জানিয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, মহাকাশচারীর মতো স্পেসস্যুট পরে আছেন নেইমার। চোটের কারণে আপাতত মাঠের বাইরে থাকা ফরোয়ার্ড ক্যাপশনে লিখেছেন, ‘মেরি ক্রিসমাস সাহসীরা!’  লা লিগা ও সিরি’আ লিগের মতো ছুটি নেই ইংলিশ প্রিমিয়ার লিগে। ক্রিস্টাল প্যালেসকে ৭-০ গোলে উড়িয়ে বড়দিনের ছুটিতে গিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুল। তবে ২৭ ডিসেম্বর অলরেডদের আবার নেমে পড়তে হবে মাঠে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন