News71.com
 Sports
 25 Dec 20, 02:29 PM
 443           
 0
 25 Dec 20, 02:29 PM

ভারতীয় ক্রিকেটের প্রধান নির্বাচক চেতন শর্মা॥

ভারতীয় ক্রিকেটের প্রধান নির্বাচক চেতন শর্মা॥

স্পোর্টস ডেস্ক: সাবেক পেসার চেতন শর্মাকে প্রধান ক্রিকেট নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি। এ ছাড়া দুই সাবেক পেসার আবে কুরুভিল্লা ও দেবাশিস মোহান্তি যুক্ত হয়েছেন পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে। প্যানেলে আছেন সুনীল যোশী ও হরবিন্দর সিং।

 

কাকতালীয় ভাবে এই পাঁচজন সাবেক ক্রিকেটারই বোলার। চেতন শর্মা ভারতের হয়ে ২৩টি টেস্ট ও ৬৫টি ওয়ানডে খেলেছেন। একদিনের ক্রিকেটে ভারতের হয়ে প্রথম হ্যাটট্রিক করার কৃতিত্ব তার। ১৯৮৩ সালে মাত্র ১৭ বছর বয়সে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় চেতন শর্মার। এক বছর বাদে তিনি টেস্টে সুযোগ পান। বিসিসিআই সংবিধান অনুযায়ী, সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটারই হন নির্বাচক কমিটির প্রধান। সে জন্যই পাঁচ জনের মধ্যে এই দায়িত্ব পেলেন চেতন শর্মা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন