News71.com
 Sports
 24 Dec 20, 02:32 PM
 435           
 0
 24 Dec 20, 02:32 PM

আই লিগে খেলতে কলকাতা যাচ্ছেন জামাল ভূঁইয়া॥

আই লিগে খেলতে কলকাতা যাচ্ছেন জামাল ভূঁইয়া॥

স্পোর্টস ডেস্কঃ ভারতীয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আই লিগে খেলতে কলকাতা যাচ্ছেন জামাল ভূঁইয়া। বৃহস্পতিবার ঢাকা ছাড়ার কথা রয়েছে জাতীয় দলের এই তারকা ফুটবলারের। ভারতের আই লিগে এই মিডফিল্ডার খেলবেন কলকাতা মোহামেডানের হয়ে। মঙ্গলবার ঢাকায় অবতরণ করে একদিন পর আবারও বিমান ধরতে হচ্ছে তাকে। ৯ জানুয়ারি শুরু হবে আই লিগ। নভেম্বরে কলকাতায় গিয়ে সাদা-কালো শিবিরের সঙ্গে চুক্তি করে এসেছেন জামাল ভূঁইয়া। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সূত্রে জানা গেছে এ তথ্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন