News71.com
 Sports
 24 Dec 20, 02:18 PM
 421           
 0
 24 Dec 20, 02:18 PM

সেপ ব্লাটারের বিরুদ্ধে ফিফার মামলা।।

সেপ ব্লাটারের বিরুদ্ধে ফিফার মামলা।।

স্পোর্টস ডেস্কঃ ফিফার জাদুঘর সংস্কারকাজে দুর্নীতির দায়ে এবার সাবেক সভাপতি সেপ ব্লাটারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস করেছে ফিফার বর্তমান কমিটি। সংস্কারকাজে বড় ধরনের দুর্নীতির প্রমাণ পেয়েছে ফিফা।সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ফুটবল জাদুঘর বানানোর জন্য কোম্পানি নিয়োগে সন্দেহজনক আর্থিক অনিয়ম ও অপরাধমূলক অব্যবস্থাপনার অভিযোগে জুরিখের সেন্ট্রাল প্রসিকিউটরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।’১৯৭০ সালে নির্মিত ফিফার পুরাতন অফিসটি ২০১৫ সালে জাদুঘর করার পরিকল্পনা করে ফিফা। এর পাশাপাশি ৩৪টি অ্যাপার্টমেন্টও করার কথা ছিল। যেখানে ১৪০ মিলিয়ন পাউন্ড খরচ করেন ফিফার তৎকালীন সভাপতি, যা অনৈতিকভাবে ব্লাটার খরচ করেছেন বলে দাবি করেছে ফিফা। ইউরোপিয়ান বেশকিছু গণমাধ্যম খবরটি প্রকাশ করেছে। জুরিখের সেই ভবন নির্মাণে ব্লাটারের বিরুদ্ধে করা এই মামলাসহ মোট তিনটি মামলা হলো তার বিরুদ্ধে। এর আগে ২০১৫ সালের ২১ ডিসেম্বর দুর্নীতির দায়ে বরখাস্ত করা হয় সেপ ব্লাটারকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন