News71.com
 Sports
 21 Dec 20, 11:57 PM
 492           
 0
 21 Dec 20, 11:57 PM

বিবিসির বর্ষসেরা কোচ ইয়ুর্গেন ক্লপ

বিবিসির বর্ষসেরা কোচ ইয়ুর্গেন ক্লপ

স্পোর্টস ডেস্কঃ কয়েক দিন আগে টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন ইয়ুর্গেন ক্লপ। এবার বিবিসির বার্ষিক ক্রীড়া ব্যক্তিত্বে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন তিনি। শুধু তাই নয় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বছরের সেরা দল নির্বাচিত হয়েছে ক্লবের ক্লাব লিভারপুল। ক্লপের মুকুটে এই পালক যুক্ত হওয়ার যথেষ্ট কারণও রয়েছে। তার অধীনেই ৩০ বছর পর ২০১৯-২০ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ ঘরে তুলে লিভারপুল। এ ছাড়া নিজেদের ১৯তম প্রিমিয়ার লিগ জেতার পথে রেকর্ডও গড়েন অলরেডরা।

ইপিএলে নিকট প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৮ পয়েন্ট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হওয়ার অনন্য রেকর্ড গড়ে মোহামেদ সালাহের দল। অবশ্য ২০০১ সালেও বিবিসি ক্রীড়া ব্যক্তিত্বে বছরের সেরা দলের পুরস্কার জিতেছিলেন লিভারপুলের কোচ। সেবার সদ্য প্রয়াত কোচ জেরার্ড হলিয়েরের অধীনে ট্রেবল জিতেন অলরেডরা। বছরের সেরা কোচের দীর্ঘ তালিকায় আছেন গ্যারেথ সাউথগেট (২০১৮), ক্লদিও রেনিয়েরি (২০১৬), আর্সেন ওয়েঙ্গার (২০০২ ও ২০০৪) ও স্যার আলেক্স ফার্গুসন (১৯৯৯)। এবার সে তালিকায় যোগ হলো ক্লপের নাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন