স্পোর্টস ডেস্কঃ প্যারিস সেন্ট জার্মেইর পিএসজি নেইমার জুনিয়র লিওঁর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে ডিফেন্ডার থিয়াগো মেন্দেসের ভয়ঙ্কর ট্যাকলে গোড়ালির ইনজুরিতে পড়েন। এর আগে চোট গুরুতর না জানালেও এবার পিএসজির মেডিকেল টিম জানিয়েছে নেইমারকে এ বছর আর পাওয়া যাবে না। শনিবার এক বিবৃতিতে নেইমারকে এ বছর আর না পাওয়ার বিষয়টি জানায় পিএসজি। গোড়ালিতে পাওয়া চোট এখনো ভালো হয়নি। ২০২১ সালের জানুয়ারিতে তাকে পাওয়ার আশা করছে দলটি। গত রবিবার হওয়া এই ম্যাচে ১-০ গোলে হারে পিএসজি। নেইমারকে ট্যাকল করায় মেন্ডেসকে পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হয়েছিল। নেইমারের মতো মেন্ডেসও ব্রাজিলিয়ান। এরপরে তিনি পুলিশের দ্বারস্থ হন।