News71.com
 Sports
 19 Dec 20, 11:08 AM
 907           
 0
 19 Dec 20, 11:08 AM

হার দিয়েই নিউজিল্যান্ড সফর শুরু করল পাকিস্তান॥

হার দিয়েই নিউজিল্যান্ড সফর শুরু করল পাকিস্তান॥

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। অকল্যান্ডে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৩ রান তোলে সফরকারীরা। কিউইরা জবাবে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। অকল্যান্ডের ইডেন পার্কে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারপ্রাপ্ত অধিনায়ক শাদাব খান। শুরুতইে অভিষিক্ত জ্যাকব ডাফির তোপে মুখে পড়ে পাকিস্তান টপ অর্ডার। টানা দুই ওভারে মোহাম্মদ রিজওয়ান (১৭ বলে ১৭) ও আব্দুল্লাহ শফিককে ফেরান ডাফি। পরে দলীয় ২০ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার রিজওয়ান ১৭ রান করলেও শফিক-হাফিজরা রানের খাতাই খুলতে পারেনি। দলের হাল ধরেন ক্যাপ্টেন শাদাব খান। খুশদিল-ইমাদরা উইকেটে থিতু হতে না পারলেও ৪২ রান তোলেন শাদাব। সঙ্গে ৩ ছক্কা ২ চারে ১৮ বলে ৩১ রানের ইনিংসে ১৫৩ রানের পুঁজি পায় পাকিস্তান। একাই তিন উইকেট শিকার করেন তরুণ কিউই পেসার জ্যাকব ডাফি। জবাব দিতে নেমে দলীয় ৮ রানে গাপটিলকে হারালেও আরেক ওপেনার সেইফার্ট খেলেন জয়ের ভীত গড়ে দেয়া ৫৭ রানের ইনিংস। ডেভন কনওয়ে ৫ রানে আউট হলে গ্লেন ফিলিপসের ২৩ আর মার্ক চ্যাপম্যানের ৩৪ রানে ম্যাচে নিয়ন্ত্রণ রাখে কিউইরা। বাকি পথটা কোনো বিপত্তি ছাড়াই পাড়ি দেন অপরাজিত নিশাম-সান্টনাররা। অভিষেক ম্যাচে ৪ উইকেট শিকার করা ডাফি হয়েছেন ম্যাচ সেরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন