News71.com
 Sports
 18 Dec 20, 10:46 AM
 451           
 0
 18 Dec 20, 10:46 AM

ডোপ কেলেঙ্কারি॥টোকিও অলিম্পিক ও কাতার বিশ্বকাপে নিষিদ্ধ রাশিয়া

ডোপ কেলেঙ্কারি॥টোকিও অলিম্পিক ও কাতার বিশ্বকাপে নিষিদ্ধ রাশিয়া

স্পোর্টস ডেস্কঃ ২০২০ টোকিও অলিম্পিক, ২০২২ বেইজিং প্যারা অলিম্পিক এবং ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নিতে পারবে না রাশিয়া। ডোপিংয়ে পৃষ্ঠপোষকতার কারণে সব ধরনের আন্তর্জাতিক ক্রীড়া আসর থেকে রাশিয়াকে চার বছরের নিষেধাজ্ঞার শাস্তি দুই বছর কমিয়েছে ক্রীড়া সম্পর্কিত আন্তর্জাতিক আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস সিএএস। শাস্তি কমলেও আগামী বছর অনুষ্ঠিতব্য এসব খেলায় অংশ নিতে পারবে না রাশিয়া। ২০১৯ সালে জানুয়ারির তদন্তে ডোপিংয়ের নমুনা নিয়ে কারসাজির অভিযোগ উঠেছিল রাশিয়ার বিপক্ষে। এ জন্য গত বছরের ৯ ডিসেম্বর সুইজারল্যান্ডের লুজানে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির ওয়াডা কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে দেশটিকে চার বছরের জন্য নিষিদ্ধ করে। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের কাছে আপিল করে রাশিয়া। দুই বছরের নিষেধাজ্ঞার এই সময়ে রাশিয়া কোনও আন্তর্জাতিক আসর আয়োজন করতে পারবে না। তবে রাশিয়ার যেসব ক্রীড়াবিদ ডোপ নেননি কিংবা পরীক্ষায় নেগেটিভ হবেন, তারা নিরপেক্ষ পতাকার অধীনে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন