স্পোর্টস ডেস্কঃ আসছে বছরের জানুয়ারিতেই আবারো বিসিবির হাই পারফর্মেন্স ইউনিট ফিরছে অনুশীলনে। জাতীয় দলের ক্যারিবিয়ান সিরিজ শেষে, নিশ্চিত হয়েছে আইরিশ এইচপি দলের বাংলাদেশ সফরও। সেই সঙ্গে কথা চলছে ইংল্যান্ডে গিয়ে একাধিক কাউন্ট্রি দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলা নিয়েও। জানিয়েছেন বিসিবির এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দূর্জয়।এদিকে দলটির বোলিং কোচ চাম্পাকা রামানায়েকে'কে আর দেখা নাও যেতে পারে এইচপির ডাগ আউটে। তেমনটাই ইঙ্গিত দিলেন দূর্জয়।হতাশার বছরে প্রাপ্তির খাতায় যুবাদের বিশ্বজয়। সেই দলের ১২ জনসহ মোট ২৫ জনকে নিয়ে, করোনার রক্তচক্ষুকে সঙ্গী করেই চলতি বছরের ৭ অক্টোবর চালু এইচপির ক্যাম্প। প্রথম দফায় চলে ১২ই নভেম্বর পর্যন্ত।বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য বন্ধ থাকলেও আবারো ব্যস্ততা বাড়ছে ইমন-হৃদয়-মুকিদুলদের। আগামী বছরের শুরুতেই দ্বিতীয় দফায় শুরু হচ্ছে ক্যাম্প। ছুটি শেষে যোগ দিবেন হেড কোচ টবি র্যাডফোর্ড-ও।এ প্রসঙ্গে বিসিবির এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দূর্জয় বলেন, বিদেশিরা বড়দিন ও নববর্ষের ছুটিতে আছে। জানুয়ারিতে আমাদের হেড কোচ আসার সম্ভাবনা রয়েছে। তবে সেখানে অনিশ্চিত বোলিং কোচ চাম্পাকা রামানায়েকের থাকা। বাঁধ সেজেছে লঙ্কান দেশের কঠিন কোয়ারেন্টাইন ইস্যু আর নানা জটিলতা। তাইতো এইচপি ইউনিটের নতুন বোলিং কোচ খোঁজার কাজ শুরু করে দিয়েছে বিসিবি।নাইমুর রহমান দূর্জয় আরও বলেন, বোলিং কোচ নিয়ে একটা জটিলতা হচ্ছে। আমরা চাম্পাকার জন্য অপেক্ষা করবো। সে ফিরে না আসলে বিকল্প কিছু করতে হবে।