স্পোর্টস ডেস্কঃ শেষ দেখায় রোনালদোর কল্যাণে আটালান্টার মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছিলো পিরলো শিষ্যরা। ঘরের মাঠে তাই প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ এসেছিলো জুভদের সামনে। সে লক্ষ্যে, এ ম্যাচেও শুরু থেকেই আধিপত্য ধরে রেখেছিলো স্বাগতিকরা।ম্যাচের ৬ মিনিটে এগিয়েও যেতে পারতো তারা। কিন্তু, জালে বল রাখতে পারেন নি রোনালদো। পরের মিনিটে সুযোগ এসেছিলো আরো একবার। কিন্তু এবারও ব্যর্থ হয় য়্যুভেন্তাসের ফরোয়ার্ড লাইন। তবে, ২৯ মিনিটে আর ভুল করেন নি চিয়েসা।বেন্তানকুরের পাস থেকে দুরন্ত শটে স্কোরশিটে নাম লেখান এ ইতালিয়ান। গোল খেয়ে আক্রমণের ধার বাড়ায় আটালান্টা। কৌশল বদলে গতি আনে নিজেদের খেলায়। ফল আসতেও দেরি হয়নি। ৫৭ মিনিটেই দলকে সমতায় ফেরান ফ্রয়লার। এগিয়ে যাবার সুযোগ পেয়েছিলো তুরিনের বুড়িরা।কিন্তু, এদিন রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। তাই তো ৬০ মিনিটে পেনাল্টি মিস করেন পর্তুগীজ সুপারস্টার। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আন্দ্রে পিরলোকে। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সিরি আ'র পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে য়্যুভেন্তাস।