স্পোর্টস ডেস্কঃ মাশরাফি-সাকিবরা বড় ম্যাচের খেলোয়াড়। বড় মঞ্চে কাজটা করে দেখিয়েছে। ফাইনাল নিশ্চিতের ম্যাচ নিয়ে সন্তুষ্ট হলেও আসর জুড়ে দলের পারফরম্যান্স নিয়ে আক্ষেপ আছে খুলনা কোচ মিজানুর রহমান বাবুলের।বিপিএলের আগে এমন টুর্নামেন্ট দেশীয় ক্রিকেটারদের জন্য হবে যোগ্যতা প্রমাণের সুযোগ, আর দেশের ক্রিকেটের জন্যও হবে ইতিবাচক মন্তব্য বিসিবি'র এই কোচের।বড় মঞ্চের খেলোয়াড়। শব্দটা একেবারে উড়িয়ে দেয়ার উপায় নেই। অন্ততপক্ষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফায়ার যারা দেখেছেন তারা তো খুব ভালোভাবেই আরেকবার চোখের সামনে প্রমাণটা পেয়েছেন। আগের কয়েকটা ম্যাচে বাজে না করলেও মাশরাফির বোলিংটা ছিলোনা ক্ষুরধার।অথচ ফাইনালের টিকেট কাটার ম্যাচে ঠিকই আগ্নেয়াস্ত্র ছুঁড়ে নাস্তানাবুদ করেছেন চট্টলার ব্যাটসম্যানদের। টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা বোলিং করে ৫ উইকেটের সঙ্গে ঝুলিতে পুরেছেন ম্যাচ-সেরার খেতাবও।