News71.com
 Sports
 16 Dec 20, 10:07 AM
 471           
 0
 16 Dec 20, 10:07 AM

জয়ের ধারা অব্যাহত রাখল রিয়াল।।

জয়ের ধারা অব্যাহত রাখল রিয়াল।।

স্পোর্টস ডেস্কঃ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ৩-১ গোলের জয়ে টেবিলে ব্যবধানও কমিয়ে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যর।ঘরের মাঠে এদিন বেশ পরীক্ষায় পড়তে হয়েছে মাদ্রিদিস্তানদের। প্রথমার্ধে ৪৫ মিনিট পর্যন্ত ডেড লক ভাঙ্গতে পারেনি র‌ামোসরা। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে দলকে এগিয়ে নেন টনি ক্রুস। অবশ্য বিরতি থেকে ফিরেই সমতায় ফেরে বিলবাও। গোল করেন কেপা। এরপর আবারো লম্বা সময় প্রতিপক্ষ ফরোয়ার্ডদের চ্যালেঞ্জ জানান অ্যাতলেটিকো রক্ষণ। ৭৪ মিনিটে এগিয়ে যায় রিয়াল। গোল করেন করিম বেঞ্জেমা। আরো একটি গোল পেয়েছে মাদ্রিদের ক্লাবটি। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে বিলবাও জাল কাঁপান সেই করিম বেঞ্জেমা। ৩-১ গোলের লিড নেয় রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন