News71.com
 Sports
 15 Dec 20, 10:44 AM
 443           
 0
 15 Dec 20, 10:44 AM

মাঠের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে এড়িয়ে গেলেন মুশফিক।।

মাঠের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে এড়িয়ে গেলেন মুশফিক।।

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট মাঠে উত্তেজনা নতুন কিছু নয়, তবে এবার মাত্রা ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহিম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে একটি ভুল বোঝাবুঝিতে সতীর্থ নাসুম আহমেদকে মারতে উদ্যত হন তিনি। যা হতবাক করে দিয়েছে দেশের ক্রিকেট সমর্থকদের। যদিও, নাসুমের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে ম্যাচ পরবর্তী আলাপে তা এড়িয়ে গেছেন মুশি। অন্যদিকে, টুর্নামেন্ট জুড়ে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। আরো বেশি ধারাবাহিক হওয়ার পরামর্শ দিয়েছেন অনুজদের। ম্যাচে তখন প্রচণ্ড উত্তেজনা। রান বলের হিসাবনিকাশ মেলাতে ব্যস্ত সবাই। বোলিং ইউনিটের একটা ছোট্ট ভুল এগিয়ে দেবে ফরচুন বরিশালকে। স্বাভাবিকভাবেই মাথা গরম ছিলো বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমের। তবে, গরম মাথায় যে কখনো স্বাভাবিক কাজ করা যায় না তা হারে হারে টের পেলেন মুশি। উইকেটের পেছনে আফিফের ক্যাচ নিতে গিয়ে ভুল বোঝাবুঝি হয় সতীর্থ নাসুম আহমেদের সঙ্গে। কিন্তু, এ ঘটনার এরকম অভিব্যক্তি হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি নাসুম। তাকে রীতিমতো মারতে উদ্যত হন মুশি। যদিও, হিট অফ দ্য মোমেন্টের দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন মিস্টার ডিপেন্ডেবল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন