News71.com
 Sports
 14 Dec 20, 11:08 AM
 463           
 0
 14 Dec 20, 11:08 AM

ফুটবল॥ মেসির গোলে জয়ে ফিরল বার্সেলোনা

ফুটবল॥ মেসির গোলে জয়ে ফিরল বার্সেলোনা

স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগায় লেভান্তেকে ০-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এতে দুই হারের পর জয়ের দেখা পেল বার্সেলোনা। রবিবার রাতে ন্যু ক্যাম্পে ম্যাচে লিওনেল মেসির গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে। লিগে খুব বাজে সময়ের মধ্য দিয়ে পথচলা বার্সেলোনা শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ে প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। তবে ৬১ মিনিটে গ্রিজম্যানের শট বারের ওপর দিয়ে চলে না গেলে হয়ত আনন্দে ভাসতে পারতো সমর্থকরা। ৭০ মিনিটে মেসিকে হতাশ করেছেন লেভান্তে গোলরক্ষক ফারনান্দেজ। কিন্তু ৭৬ মিনিটে আর নিজের দূর্গ সুরক্ষিত রাখতে পারেননি ২৯ বছর বয়সী লেভান্তের গোলরক্ষক। ডি ইয়ংয়ের পাসে চমৎকার গোল করে ন্যু ক্যাম্পের কনকনে ঠাণ্ডায় উত্তাপ ছড়ান মেসি। গত সপ্তাহে লিগে কাদিসের মাঠে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা। জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে কোনো গোল না পেলেও এবার সমর্থকদের আশাহত করেননি মেসি। ফ্রেংকি ডি ইয়ংয়ের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন