News71.com
 Sports
 13 Dec 20, 05:38 PM
 497           
 0
 13 Dec 20, 05:38 PM

অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরলেন স্টার্ক।।

অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরলেন স্টার্ক।।

স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের মাঝ থেকে সরে দাঁড়িয়েছিলেন মিচেল স্টার্ক। জানা যায়, পরিবারের একজনের অসুস্থতার খবর। তবে টেস্ট সিরিজ শুরুর আগেই দলে ফিরেছেন এই গতি তারকা। বাঁহাতি এই ফাস্ট বোলার সোমবার যোগ দিচ্ছেন দলের সঙ্গে। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের মাঝেই ছিটকে যান ডেভিড ওয়ার্নার। আর টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে সম্ভাবনাময় ব্যাটসম্যান উইল পুকোভস্কিও ছিটকে গেছেন। এছাড়া ক্যামেরন গ্রিনও আঘাত পেয়েছেন প্রস্তুতি ম্যাচে। তবে স্টার্ক ফেরায় অস্ট্রেলিয়ার জন্য স্বস্তির খবরই হয়ে এলো।
এদিকে স্টার্কের ফেলার খবরে উচ্ছ্বসিত তার নতুন বলের সঙ্গী জশ হেজেলউড। আগামী বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির দিন-রাতের টেস্ট। এখনও পর্যন্ত দিবা-রাত্রি টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার স্টার্ক, ৭ টেস্টে নিয়েছেন তিনি ৪২ উইকেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন