News71.com
 Sports
 12 Dec 20, 10:58 PM
 457           
 0
 12 Dec 20, 10:58 PM

হোয়াইটওয়াশ এড়াতে নিউজিল্যান্ডের মুখোমুখি উইন্ডিজরা।।

হোয়াইটওয়াশ এড়াতে নিউজিল্যান্ডের মুখোমুখি উইন্ডিজরা।।

স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। প্রথম টেস্ট জিতে এরইমধ্যে সিরিজে ১-০'তে এগিয়ে আছে কিউইরা। ওয়েলিংটনে দু’দলের এই টেস্ট শুরু হবে শুক্রবার(১১ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টায়। প্রথম টেস্ট জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে স্বাগতিক নিউজিল্যান্ড। সে টেস্টে ইনিংস ও ১৩৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে কিউইরা। তাই এ ম্যাচে আত্মবিশ্বাসে তারা এগিয়ে থাকবে শতভাগ। তার ওপর নিজেদের হোম কন্ডিশেনে খেলবে ব্ল্যাক ক্যাপরা। তারা চাইবে, এই টেস্টও জিতে টি-টোয়েন্টির মত এই সিরিজও নিজেদের করে নিতে। প্রথম টেস্টের জয়ের নায়ক অধিনায়ক কেন উইলিয়ামসন থাকছেন না এই ম্যাচে। পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন তিনি। তার পরিবর্তে এই ম্যাচে নেতৃত্ব দেবেন টম লাথাম। আর বোলিংয়ে টিম সাউদি, বোল্ট কিংবা কাইল জেমিয়েসনরাও থাকবেন জ্বলে ওঠার অপেক্ষায়। অন্যদিকে, উইন্ডিজ শিবিরে এ ম্যাচে থাকছেন না কেমার রোচ ও শেন ডওরিচ। রোচের পরিবর্তে প্রথমবারের মত এ ম্যাচে অভিষেক হতে পারে চেমার হোল্ডারের। আর ডওরিচের স্থলাভিষিক্ত জসুয়া ডা সিলভাও অপেক্ষায় আছেন আন্তর্জাতিক ম্যাচে অভিষেকের। সবমিলিয়ে এ ম্যাচ জিতে টেস্ট সিরিজ বাঁচাতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ।

২য় টেস্টের জন্য সম্ভাব্য নিউজিল্যান্ড একাদশ:
টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, উইল ইয়ং, রস টেইলর, হেনরি নিকোলস, ওয়াটলিং, ডেরিল মিচেল, কাইল জেমিয়েসন, টিম সাউদি, নেইল ওয়্যাগনার ও ট্রেন্ট বোল্ট।

২য় টেস্টের জন্য সম্ভাব্য ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
জন ক্যাম্পবেল, ক্রেইগ ব্র্যাথওয়েট, ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, রোস্টন চেইজ, জারমেইন ব্ল্যাকউড, জসুয়া ডি সিলভা, জেসন হোল্ডার (অধিনায়ক), আলজারি জোসেফ, চেমার হোল্ডার ও শ্যানন গ্যাব্রিয়েল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন