News71.com
 Sports
 07 Dec 20, 11:18 AM
 663           
 0
 07 Dec 20, 11:18 AM

গোপনে ৫০ দুস্থ পরিবারের খরচ দিতেন ম্যারাডোনা।।

গোপনে ৫০ দুস্থ পরিবারের খরচ দিতেন ম্যারাডোনা।।

স্পোর্টস ডেস্কঃ ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর পর থেকে একের পর এক তথ্য বেরিয়ে আসছে। এবার জানা গেল বেশ গোপন একটি তথ্য। প্রতি মাসে দাতব্য কাজে মিলিয়ন মিলিয়ন অর্থ ব্যয় করতেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তার আশেপাশের কিংবা শ্রমিক-কর্মচারীদের বড় একটি অংশের পরিবার চালাতেন ম্যারাডোনা। গেল ২৫ নভেম্বর আর্জেন্টিনার একটি রিসোর্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার। মাঠ এবং মাঠের বাইরের রহস্যময় চরিত্র ম্যারাডোনাকে নিয়ে প্রতিদিনই হাজির হচ্ছে নতুন নতুন তথ্য। এবার যেটি প্রকাশ হলো তাতে কিছুটা নড়েচড়ে বসেছেন সবাই। গণমাধ্যমকর্মী হোর্হে রিয়াল ম্যারাডোনার মাসিক খরচের একটি চিত্র তুলে ধরেছেন। আমেরিকা টিভির একটি শো’তে তিনি বলেন, দশ মিলিয়ন। অর্থাৎ এক কোটি আর্জেন্টাইন পেসো। যখন আমরা ম্যারাডোনার বিষয়ে কথা বলছি, অংকটা ছোট মনে হতে পারে। কিন্তু আপনি জানেন, ১০ মিলিয়ন কেমন অংক? এই বিশাল অংকটা ছিল তার প্রতি মাসের খরচ। তিনি আরো বলেন, প্রতি মাসে এই টাকাটা দিয়েগোর অ্যাকাউন্ট থেকে বের হতো কেবল অন্য মানুষদের সাহায্যে। দিয়েগো নিজের মুখে অনেকবার বলেছেন, আমি ৫০টা পরিবারকে খাওয়াই। ৫০টা পরিবারকে আমি চালাই। এর মধ্যে আছেন ম্যারাডোনার আত্মীয়স্বজন, তার কর্মচারী, নির্মাণ শ্রমিকসহ দুস্থ লোকজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন