স্পোর্টস ডেস্কঃ লিওনেল মেসির পিএসজিতে যোগদানের বিষয়ে কথা বলার সময় এখনও আসেনি। সম্প্রতি আর্জেন্টাইন তারকাকে ফরাসি ক্লাবে উড়িয়ে নিতে নেইমার আগ্রহ দেখালেও, এখনই মুখ খুলতে চান না দলটির কোচ থমাস টাচেল। এদিকে, এবারের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকেই ফেভারিট বলছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে, শিরোপা জয়ের পথটা খুব কঠিন হবে বলেই মনে করছেন চেলসির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। পুরনো বন্ধুর সঙ্গে একই দলে খেলার ইচ্ছের কথা বারবার জানিয়েছেন নেইমার। ক্লাব বার্সেলোনার মতোই আর্জেন্টাইন তারকার সঙ্গে রসায়ন জমিয়ে তুলতে চান ব্রাজিলিয়ান তারকা। তাইতো সম্প্রতি প্রকাশ্যে পিএসজিতে আমন্ত্রণ জানিয়ে রাখেন লিওনেল মেসিকে। দলবদল ইস্যুতে ক'মাস আগে মেসি-বার্সা শ্রীহীন দ্বন্দ্ব আলোচনার ঝড় তুলেছিল। সেবার কাতালানদের ডাগআউটে থেকেই যেতে হয় এলএমটেনকে। কিন্তু চুক্তি যখন শেষ হওয়ার পথে, আবারও আলোচনায় মেসির দল বদল। যদিও নেইমারের মতো এখনই কিছু বলতে চান না পিএসজি কোচ থমাস টাচেল। তিনি বলেন, পিএসজি সবার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যখন অন্য কেউ আমাদের খেলোয়াড়দের নিয়ে কথা বলে, সেটা আমাদের ভালো লাগেনা। তাই আমাদেরও অন্য দলের খেলোয়াড়দের নিয়ে কথা না বলাই ভালো। সে বার্সেলোনার ফুটবলার। দলবদল নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। নিজের বর্তমান স্কোয়াডের শক্তি-দুর্বলতা-লক্ষ্য, এসবেই পূর্ণ মনোযোগ দিতে চান টাচেল। তবে, ইয়ুর্গেন ক্লপ পারছেন না মনোযোগ ধরে রাখতে। ইংলিশ প্রিমিয়ার লিগ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোচের মতে, এ মৌসুমে শিরোপার দৌড়ে সবচেয়ে বড় হুমকি চেলসি।