স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো টটেনহ্যাম হটস্পার। সন হিউং মিন- হ্যাজার্ডদের নৈপূণ্যে গানারদের ২-০ গোলে হারিয়েছে স্পেশাল ওয়ানের শিষ্যরা। আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের কাছে পাত্তাই পায়নি উল্ভার হ্যাম্পটন। ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অলরেডরা। ইপিএলে শেষ ছয় ম্যাচের ৪ টাতেই হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। টটেনহ্যামের মাঠে নামার আগে তাই আত্মবিশ্বাস তলানিতেই ছিল গানারদের। প্রতিপক্ষের মানসিক দুর্বলতার সুযোগ লুফে নিতে কালক্ষেপণ করেনি টটেনহ্যাম। ম্যাচের তখন ১৩ মিনিট। হ্যারি কেইনের পাসে নিয়ন্ত্রণ নিয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের অসাধারণ এক বাঁকানো শটে বলটাকে জালবন্দী করেন সন হিউং মিন। উচ্ছ্বাসে ফেটে পড়ে স্বাগতিক ডাগ আউট। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ঋণ শোধ করেন সন। নিজের জোড়া পূরণের সুযোগ থাকলেও বলটা বাড়িয়ে দেন কেইনকে। এই ইংলিশের বাঁ পায়ের শটটা ক্রসবার হয়ে পৌঁছেছে গন্তব্যে। পেশাদার ক্যারিয়ারে জাতীয় দল ও ক্লাব মিলে ২৫০ গোলের মাইলফলকে কেইন। ২-০'র স্বস্তি নিয়ে বিরতিতে যায় স্পাররা।
ফিরে এসে কয়েক দফা আক্রমণ শানালেও স্পেশাল ওয়ানের রক্ষণের তালা ভাঙতে পারেনি গানাররা। তাতেই ২-০ গোলের জয় আদায় করে টেবিলের চূড়ায় ওঠে দ্য লিলি হোয়াইটস। স্বাগতিক হবার সুবিধাটা আরও ভালোভাবে কাজে লাগিয়েছে লিভারপুলও। শুরুটা ম্যাচের ২৪ মিনিটে। লং পাস থেকে পাওয়া বলটায় বাঁ পায়ের জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন মো সালাহ। গোল শোধে মরিয়া অতিথিরা। আক্রমণ আর পালটা আক্রমণের জমতে থাকে লড়াই। তবে অ্যানফিল্ডের প্রাচীর ভেদ করা হয়নি উলভদের। ১-০'র লিডে শেষ হয় লিভারপুলের প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধ্বে উল্ভারহ্যাম্পটনকে নিয়ে রীতিমত ছেলে খেলা করেছে অলরেডরা। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জর্জিনিয়ো ভিনালদেম। হ্যান্ডারসনের অ্যাসিস্টে স্কোর শিটে নাম তোলেন এই ডাচম্যান। ৬৭ মিনিটে ব্যবধান আরও বাড়ান জোয়েল মাতিপ। এবার নেপথ্যের কারিগর সালাহ। আর নিজেদের কফিনে শেষ পেরেকটা নিজেই ঠুকে দিয়েছেন নেলসন সেমেডো। ৭৮ মিনিটে নিশ্চিত গোল ঠেকানোর চেষ্টা করতে গিয়ে নিজেই জালে জড়ান বল। তাতেই ৪-০'র বড় জয় নিয়ে টেবিলের ২ নম্বরে উঠে এলো ইয়ুর্গেন ক্লপ শিষ্যরা।