News71.com
 Sports
 06 Dec 20, 08:21 PM
 473           
 0
 06 Dec 20, 08:21 PM

ক্রিকেট॥ অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ ভারতের

ক্রিকেট॥ অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও হারল অস্ট্রেলিয়া। টানা দুই ম্যাচে হেরে ট্রফি হাতছাড়া করল স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচে ১৬২ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১১ রানে হারে অস্ট্রেলিয়া। রোববার দ্বিতীয় ম্যাচে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও পরাজয় এড়াতে পারেনি অসিরা। হেরে যায় ৬ উইকেটে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় জিতে যাওয়া অস্ট্রেলিয়া ট্রফি নিশ্চিত করে ২-১ ব্যবধানে। রোববার সিডনির ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ৪.৩ ওভারে ৪৭ রান করে ফেরেন ডি আর্চি শর্ট (৯)। এরপর ২৮ রানের ব্যবধানে ফেরেন ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া ম্যাথু ওয়েড। তার আগে করেন ৩২ বলে ১০ চার ও এক ছক্কায় ৫৮ রান। চারে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ঝড় তুলে দিয়ে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ১৩ বল খেলে দুই ছক্কায় ২২ রান করেন। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ফিফটির কাছাকাছি চলে যাওয়া স্মিথ ফেরেন ৩৮ বলে তিন চার ও দুই ছক্কায় ৪৮ রান করে। ১৮ বলে ২৮ রান করে আউট হন হেনরিক্স। ইনিংসের শেষদিকে মার্কাস স্টয়নিস ৭ বলে অপরাজিত ১৬ রান করলে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৯৪ রান।

টার্গেট তাড়া করতে নেমে ৫.২ ওভারে ৫৬ রানের জুটি গড়ে আউট হন লোকেশ রাহুল (৩০)। তিনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৩৯ রানের জুটি গড়তেই আউট ওপেনার শিখর ধাওয়ান। তার আগে ৩৬ বলে চার বাউন্ডারি আর দুই ছক্কায় খেলেন ৫২ রানের ইনিংস। ১০ বলে ১৫ রান করে ফেরেন সাঞ্জু স্যামসন। চতুর্থ উইকেটে হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ২৯ রানের জুটি গড়ে ফেরেন বিরাট কোহলি। তার আগে দুই চার ও সমান ছক্কায় অধিনায়ক করেন ৪০ রান। এরপর স্রেয়াশ আইয়ারকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৪৬ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন হার্দিক পান্ডিয়া। ২২ বলে তিন চার ও দুই ছক্কায় অপরাজিত ৪২ রান করে ম্যাচসেরা হন ভারতীয় এই অলরাউন্ডার। সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৯৪/৫ (ম্যাথু ওয়েড ৫৮, স্মিথ ৪৬, হেনরিক্স ২৬, ম্যাক্সওয়েল ২২, স্টয়নিস ১৬*; নটরাজন ২/২০)।
ভারত: ১৯.৪ ওভারে ১৯৫/৪ (শিখর ধাওয়ান ৫২, হার্দিক পান্ডিয়া ৪২*, কোহলি ৪০, লোকেশ রাহুল ৩০, স্রেয়াশ আইয়ার ১২*)।
ফল: ভারত ৬ উইকেটে জয়ী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন