News71.com
 Sports
 06 Dec 20, 12:50 PM
 464           
 0
 06 Dec 20, 12:50 PM

ফুটবল॥ দর্শক ফেরার ম্যাচে চেলসির দুর্দান্ত জয়

ফুটবল॥ দর্শক ফেরার ম্যাচে চেলসির দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্কঃ করোনার আতঙ্ক কাটিয়ে চেলসির ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে প্রায় ৯ মাস পরে দর্শক ফিরেছে। তবে দর্শকদের হতাশ করেনি লা ব্লুজরা। লিডস ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ইপিএলে শীর্ষে উঠে এসেছে চেলসি। শনিবার রাতে ইপিএলে নিজেদের ১১ তম ম্যাচে চেলসি মুখোমুখি হয় লিডস ইউনাইটেডের। ম্যাচের শুরুতেই প্যাট্রিক বামফোর্ডের গোলে পিছিয়ে যায় তারা কিন্তু শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে তবেই মাঠ ছাড়ে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা। দুর্দান্ত ফর্মে থাকা অলিভার জিরুদের গোলে লিডসের বিপক্ষে ২৭ মিনিটে সমতা আনে চেলসি। এরপর আর পেছনে তাকাতে হয়নি দ্বিতীয়ার্ধে জোউমা-পালিসিকের গোলে শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ে দলটি। ইপিএলে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন