স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন করোনা ভাইরাসমুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দিনগত রাতে এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বাফুফে। এক সপ্তাহ আগে করোনা ভাইরাস পজিটিভ হয়েছিলেন সালাউদ্দিন। সেসময় আক্রান্ত হলেও মৃদু উপসর্গ ছিল তার। এরপর থেকে স্বেচ্ছা আইসোলেশনে ছিলেন তিনি। গত ৩ অক্টোবর বাফুফের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হন সালাউদ্দিন। এ নিয়ে টানা চতুর্থ মেয়াদে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানের দায়িত্বে আছেন এই সাবেক ফুটবল তারকা।