স্পোর্টস ডেস্কঃ জার্মান ক্লাব বরুশিয়া মনশেন্ডগ্ল্যাডবাখের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ইউসিএলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি ইন্টার। এদিন অবশ্য শুরুতে একটা আভাস দিচ্ছিল রুমেলু লুকাকুরা। ১৭ মিনিটে তার প্রমাণ রাখে মিলানের ক্লাবটি। মাত্তিও ডারমিয়ান গোল করে দলকে এগিয়ে নেন। ৩৪ মিনিটে আরো একবার সুযোগ এসেছিল ইতালিয়ানদের। কিন্তু গোলরক্ষকের আশীর্বাদে রক্ষা পায় এই পর্যায়ে। প্রথমার্ধের ইনজুরি সময়ে সমতায় ফেরে স্বাগতিকরা। মনশেনগ্ল্যাডবাখের হয়ে গোল করেন প্লিয়া। তবে দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরে ইতালিয়ান ক্লাবটি। ৬৪ মিনিটে ব্রজোভিকের অ্যাসিস্টে গোল করে ২-১'য়ে এগিয়ে নেন দলকে। ৯ মিনিট পর আবারো লুকাকু ঝলক। এবার গোল করতে সাহায্য করেন হাকিমি। তবে ৭৫ মিনিটে একটি গোল করে ব্যবধান কমায় প্লিয়া। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান। একই সাথে টিকে থাকলো চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান ক্লাবটির ভাগ্য।