News71.com
 Sports
 01 Dec 20, 08:18 PM
 473           
 0
 01 Dec 20, 08:18 PM

ইপিএলে অঘটনের শিকার লেস্টার সিটি।।

ইপিএলে অঘটনের শিকার লেস্টার সিটি।।

স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) অঘটনের শিকার হলো লেস্টার সিটি। ১০ রাউন্ডের ম্যাচে তলানির দল ফুলহ্যামের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ফক্সরা। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলাকে একই ব্যবধানে হারিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড।ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ৩-৪-২-১ ফর্মেশনে খেলতে নেমে শুরু থেকেই হতাশ হতে হয় লেস্টারকে। স্বাগতিক রক্ষণে রীতিমতো ছড়ি ঘোড়াতে থাকে ফুলহ্যাম। ৩০ মিনিটে যার ফলও পায় অতিথিরা। দারুণ ফিনিশিংয়ে লিলি ওয়াইটদের এগিয়ে নেন অ্যাডমোলা লুকম্যান। এর দুই মিনিট বাদে ডি বক্সের মধ্যে ফাউলের সুবাদে পেনাল্টির বাঁশি বাজে ফুলহ্যামের পক্ষে। স্পট কিক থেকে ব্যবধান ২-০ করেন ইভান ক্যাভারিলো। ৮৬ মিনিটে লেস্টারের পক্ষে হার্ভে বার্নেস গোল করলেও তা হার এড়াতে যথেষ্ট ছিল না। ফলে টেবিলের ৪ নম্বরেই রইলো রজার্স শিষ্যরা। ফুলহ্যাম আছে ১৭ নম্বরে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন