News71.com
 Sports
 26 Nov 20, 11:02 AM
 546           
 0
 26 Nov 20, 11:02 AM

করোনায় আক্রান্ত কাজী সালাউদ্দিন।।

করোনায় আক্রান্ত কাজী সালাউদ্দিন।।

স্পোর্টস ডেস্কঃ এবার করোনা ভাইরাসের শিকার বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বুধবার করোনা পজিটিভ আসে তার।এর আগে বুধবার গণমাধ্যমকে তিনি জানান, করোনা টেস্ট করেছেন তিনি। তবে তখন পর্যন্ত রিপোর্ট হাতে পান নি। পরবর্তীতে রাতে জানা যায়, রিপোর্টে করোনা পজিটিভ এসেছে তার।দেশের ফুটবলে করোনার আঘাত এবারই প্রথম নয়। সম্প্রতি জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে করোনায় আক্রান্ত হন। এছাড়া ডিফেন্ডার মনজুরুল ইসলামও করোনা পজিটিভ শনাক্ত হন। ফলে দু'জনই মিস করেছেন কাতারের ফ্লাইট। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কাতারে অবস্থান করা দলের সঙ্গে নেই তারা। এর আগেও বেশ কয়েকজন ফুটবলার করোনায় আক্রান্ত হন। কাতারে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খানের দেহেও ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। সবশেষ মহামারী এই ভাইরাসে আক্রান্তদের তালিকায় যোগ হলো টানা চতুর্থবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হওয়া কাজী সালাউদ্দিনের নামও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন