News71.com
 Sports
 22 Nov 20, 12:23 PM
 524           
 0
 22 Nov 20, 12:23 PM

১০ বছর পর অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা।।

১০ বছর পর অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা।।

স্পোর্টস ডেস্কঃ ১ দশক পর লিগ ম্যাচে বার্সেলোনাকে হারালো অ্যাতলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে রোজি ব্ল্যাঙ্কোদের জয়ের ব্যবধান ১-০ গোলের। অ্যাতলেটিকোর কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর, লা লিগার ম্যাচে এই প্রথম বার্সাকে হারানোর অভিজ্ঞতা হলো কোচ দিয়েগো সিমিওনের। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে অ্যাতলেটিকো। ১১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে ১০ম স্থানে। দুটো ভিন্ন পরিসংখ্যান। লা লিগায় টানা ২৩ ম্যাচ অপরাজিত অ্যাতলেটিকো। আবার এই আসরেই এক দশক আর ২০ ম্যাচ বার্সেলোনার বিপক্ষে কোনো জয় নেই অ্যাতলেটিকোর। এই শাপ মুক্ত হবার এর চেয়ে ভালো সুযোগ হয়তো সাম্প্রতিক সময়ে আর আসেনি অ্যাতলেটিকোর।কাতালানদের নতুন সেনসেশান আনসু ফাতি নেই দলে। জাতীয় দলের হয়ে খেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা মেসিও ক্লান্ত। সবমিলিয়ে বার্সাও খুব একটা স্বস্তি নিয়ে মাঠে নামেনি।তবে বার্সার রাতটা অন্যরকম হতে পারতো, যদি না শুরুতেই গ্রিজম্যান সাবেক ক্লাবের বিপক্ষে গোলের সহজ সুযোগটা হাতছাড়া করতেন। দিয়েগো সিমিওনের দল পাল্টা জবাব দিয়েছে। সাউলের ক্ষিপ্র গতির শট অবশ্য খুঁজে পায় নি জালের ঠিকানা। বাধা হয়ে দাঁড়ান টের স্টেগান। ১১ মিনিটে আবারো কেঁপে ওঠে বার্সার রক্ষণ। মার্কোস লরেন্তের শট ফিরে যায় বার্সার পোস্টে লেগে। রোজি ব্ল্যাঙ্কোদের বিপক্ষে ১৭ ম্যাচে ১২ গোল আছে লিওনেল মেসির। সংখ্যাটা বাড়ানোর সুযোগ এসেছিলো এদিনও। প্রথমার্ধ্বের শেষদিকে তার নেয়া দূর্বল শট অ্যাতলেটিকোর জন্য কোনো বিপদ ডেকে আনেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন