স্পোর্টস ডেস্কঃ হাইভোল্টেজ ম্যাচে টটেনহ্যাম হটস্পারের কাছে পাত্তাই পেলো না ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে সিটিজেনদেরকে ২-০ গোলে হারিয়েছে হোসে মরিনহোর দল। লিগের ৯ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে, চেলসিকে টপকে টেবিলের শীর্ষে উঠে এসেছে টটেনহ্যাম। আর ম্যানসিটি নেমে গেছে টেবিলের একাদশ স্থানে। ম্যাচের অনেক আগে থেকেই মনস্তাত্বিক লড়াই শুরু হয়েছিলো দুই কোচের। ডাগআউট ছাপিয়ে মরিনহো-গার্দিওলার দ্বৈরথ বরাবরই পায় ভিন্ন মাত্রা। এবারো হয় নি ব্যতিক্রম। টটেনহ্যাম আছে শিরোপা রেসে, সিটি মাঝ টেবিলে। দু'দলের অভিন্ন লক্ষ্য, পূর্ণ তিন পয়েন্ট অর্জন। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে লিড নেয়ার প্রাথমিক সুবিধাটা পায় স্বাগতিকরাই। সিটিজেনদের পেলেই জ্বলে ওঠা সন হিউং মিন এদিনও যথারীতি ডেডলক ভাঙ্গার নায়ক। ৫ মিনিটেই লিড মরিনহো শিষ্যদের।ডি ব্রুইনা, জেসুসরা দ্রুতই জবাব দেয়ার চেষ্টা করেছে। কিন্তু সফল হতে পারেন নি। উল্টো ১৩ মিনিটে দারুণ বোঝাপড়ায় আরো একটা গোল করে স্পার্স। যদিও অফসাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি।