News71.com
 Sports
 21 Nov 20, 10:35 AM
 490           
 0
 21 Nov 20, 10:35 AM

বিগ ম্যাচ দিয়ে আবারো ফিরছে ইপিএল।।

বিগ ম্যাচ দিয়ে আবারো ফিরছে ইপিএল।।

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক বিরতি শেষে আবারো মাঠে গড়াচ্ছে ইপিএল। প্রথম দিনেই বিগ ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে দু'দলের ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায়। আবারো মাঠ মাতাতে হাজির হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলগুলো। যেখানে প্রথম দিনই ইপিএলে বিগ ম্যাচে মুখোমুখি দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার।পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটি স্পারদের চেয়ে পিছিয়ে থাকলেও, হেড টু হেড পরিসংখ্যান বলছে, গেল ৬ ম্যাচে সিটিজেনদের জয় আছে তিনটিতে। অন্যদিকে, স্পারদের জয় দুটি। বাকি একটি হয়েছে ড্র।তবে, ইপিএলে নিজেদের শেষ ৫ ম্যাচে ম্যানচেস্টার সিটির ফলাফল মোটেও সুখকর ছিলোনা। আর্সেনাল ও শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে আলাদা ম্যাচে ১-০ গোলের কষ্টার্জিত জয় ছাড়া বাকি সব ম্যাচেই ড্র করেছে পেপ গার্দিওলার দল। তাই ম্যাচটি চ্যালেঞ্জিং হবে সিটিজেনদের জন্য।কোচ গার্দিওলা নতুন করে আরো দু'বছর ম্যানসিটির দায়িত্ব নেয়ার পর এটি প্রথম ম্যাচ সিটিজেনদের। সিটির আছে ফার্নানদিনহো, বেনজামিন মেন্ডি ও নাথান আকের ইনজুরি সমস্যা। ফিরছেন সার্জিও অ্যাগুয়েরো। সেই সঙ্গে ডি ব্রুইনি, স্টার্লিং ও জেসুসরা আছেন জ্বলে ওঠার অপেক্ষায়।অন্যদিকে, টটেনহ্যাম হটস্পারের গেলো ৫ ইপিএল ম্যাচের পরিসংখ্যান দেখলে বোঝা যায়, কতোটা ফুরফুরে মেজাজে আছে তারা। কারণ ৫ ম্যাচের চারটিতে জয় আর একটিতে ড্র করেছে স্পাররা। ম্যাট ডোহার্টি করোনা পজিটিভ হওয়ায় নেই এ ম্যাচে। তবে, গ্যারেথ বেল, হ্যারি কেইনদের সমন্বয়ে জয়ের লক্ষ্যে ছক কষছেন স্পার কোচ হোসে মরিনহো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন