News71.com
 Sports
 18 Nov 20, 11:21 AM
 749           
 0
 18 Nov 20, 11:21 AM

উয়েফা নেশন্স লীগ ফুটবল॥ জার্মানিকে গুড়িয়ে সেমিতে স্পেন

উয়েফা নেশন্স লীগ ফুটবল॥ জার্মানিকে গুড়িয়ে সেমিতে স্পেন

স্পোর্টস ডেস্কঃ উয়েফা ন্যাশন্স লিগে জার্মানিকে গুড়িয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল স্পেন। নিজেদের মাঠে ৬-০ গোলে হারিয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে ছেলে খেলা করল স্পেন। হ্যাটট্রিক করেছেন তরুণ ফরোয়ার্ড ফেরান তোরেস। প্রতিযোগিতামূলক ফুটবলে এটিই জার্মানির সবচেয়ে বড় হারের দ্বিতীয় কীর্তি।স্পেনের মাটিতে অতিথি জার্মানি। লা রোজাদের দুর্গে এর আগে জয়ের খুব বেশি সুখস্মৃতি নেই জার্মানদের। স্পেন দলে তারুণ্যের মিছিল। বিপরীতে টনি ক্রুস, নয়্যার, সানেদের নিয়ে গড়া দলটাকেই অভিজ্ঞ মনে হচ্ছিল। কিন্তু খেলা শুরু হতেই মেলে ভিন্ন চিত্র।গেল সেপ্টেম্বরে জার্মানির মাঠে শেষ মুহূর্তের গোলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু'দল। এবার তাই জয় চাচ্ছিল দু'দল। ম্যাচের ১২ মিনিটেই আসে প্রথম বদল। ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন স্পেনের ক্যানালেস। মাঠে নামেন ফাবিয়ান রুইজ। মিনিট চারেক পর তার এসিস্টেই ম্যাচে লিড নেয় স্পেন। রুইজের কর্নার ম্যানুয়েল নয়্যারদের প্রাচীর গলিয়ে লক্ষ্য খুঁজে নেয় য়্যুভেন্তাস ফরোয়ার্ড আলভারো মোরাতা।অতিথিদের মাঠে চোয়ালবদ্ধ লড়াই জার্মানদের। ম্যাচে ফেরার প্রচেষ্টা। তবে থিতু হতে পারেননি। প্রথমার্ধের ৩৩ মিনিটে দলকে দ্বিগুণ খুশিতে ভাসান ফেরান তোরেস।দুই গোল খেয়ে কিছুটা দিশেহারা টনি ক্রুসরা। এলোমেলো ফুটবল খেলতে থাকে। এই সুযোগটা কাজে লাগায় স্প্যানিশরা। মিনিটে চারেক বাদেই মাশুল গোনেন আবার। কোকের পাস থেকে ব্যবধান ৩-০ করেন রদ্রি। ডাই ম্যানশেফটরা লজ্জা নিয়ে বিরতিতে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন