স্পোর্টস ডেস্কঃ উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইতালি। এ জয়ে 'এ' লিগের এক নম্বর গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে আজ্জুরিরা। নেশন্স লিগের শেষ দুই ম্যাচেই পয়েন্ট হারিয়েছে ইতালি। তাই ম্যাচের শুরু থেকেই সতর্ক ছিলো মানচিনির দল। প্রস্তুতি ম্যাচে গেল সপ্তাহে এস্তোনিয়াকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী হয়েই মাঠ নামে পুরো দল। পোল্যান্ডের বিপক্ষে সে ধারা ধরে রাখার লক্ষ্য ছিলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ২০ মিনিটে লরেঞ্জো গোল করলেও, রেফারির অফসাইডের বাঁশিতে বাতিল হয়ে যায় আজ্জুরিদের লিড নেয়ার স্বপ্ন। ২৭ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন জর্জিনিয়ো। সমতা ফেরাতে খুব একটা চেষ্টা দেখা যায়নি পোল্যান্ডের। খুঁজেই পাওয়া যায়নি দলের সেরা তারকা রবার্ট লেভানডস্কিকে। উল্টো ৮৩ মিনিটে দলকে ২-০ তে এগিয়ে দেন বেরার্দি। শেষ পর্যন্ত আর জেগে উঠতে পারেনি পোল্যান্ড। ২-০ গোলের জয়ে মাঠ ছাড়ে ইতালি।