নিউজ ডেস্কঃ ক্যান্সার আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রাদল রায়। তার অবস্থার অবনতি হচ্ছে।রোববার (১৫ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দল ও মোহামেডানে বাদল রায়ের সতীর্থ আবদুল গাফফার। বেশ কয়েক দিন ধরেই পেটে ব্যথাসহ নানা উপসর্গ নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন সাবেক ফুটবল তারকা বাদল রায়। এর আগে ২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার শরীরের এক পাশ অবশ হয়ে রয়েছে।আবদুল গাফফার জানান, বাদলের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ডায়ালাইসিসও করতে হচ্ছে। সিটি স্ক্যানের পর যকৃতে ক্যান্সার ধরা পড়েছে। ক্যান্সার স্টেজ-৪ অবস্থা। এখান থেকে সুস্থ হওয়া কঠিন বলে দিয়েছেন চিকিৎসকরা। বেশিদিন বাঁচানো কঠিন। বিদেশে নিলেও কোনও লাভ হবে না। শরীরে পানিও জমে গেছে। ঠিক মতো কথা বলতে পারে না। জড়িয়ে যায়। গেল শতকের ৮০’র দশকে মোহামেডান স্পোর্টিংয়ে খেলেছেন বাদল রায়। জাতীয় দলেও তার সমান আধিপত্য ছিল। সংগঠক হিসবেও সুনাম কুড়িয়েছেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর টানা তিনবার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পুরষ্কারবপ্রাপ্ত এই সাবেক ফুটবলার অলিম্পিক অ্যাসোসিয়েশনে সহ-সভাপতি ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ হিসেবে আছেন। ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দাউদকান্দি থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন।