স্পোর্টস ডেস্কঃ অবশেষে জয়ে ফিরলো নেদারল্যান্ডস। উয়েফা নেশন্স লিগে বসনিয়া হার্জেগোভিনাকে ৩-১ গোলে হারিয়েছে অরেঞ্জ। এ জয়ে লিগের এক নম্বর গ্রুপে ৫ ম্যাচ শেষে আট পয়েন্ট সংগ্রহ করেছে বয়ার শীষ্যরা।অনেকদিন পর এমন একটা স্বস্তির রাত উপহার পেলেন ফ্রাঙ্কি ডি বয়ার। রোনাল্ড কোম্যান দায়িত্ব ছেড়ে বার্সেলোনায় যাওয়ার পর নেদারল্যান্ডসের কান্ডারী হয়ে এসেছিলেন। কিন্তু ফুটবলারদের সঙ্গে ঠিকভাবে মানিয়ে নিতে পারেননি। প্রীতি ম্যাচ হোক বা উয়েফা নেশন্স লিগ। শেষ ৫ ম্যাচ জয় বঞ্চিত অরেঞ্জ। অবশেষে নেশন্স লিগে এমন একটা ম্যাচ। বয়ার তাই নতুন করে স্বপ্ন বুনতেই পারেন উইজনালদামদের নিয়ে।এর আগে ইয়োহান ক্রইুফ অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলে নেদারল্যান্ডস। পয়েন্ট টেবিলে তিনে থাকায় জয় ছাড়া বিকল্প পথ খোলা ছিলোনা মেমফিস ডিপেদের সামনে। ৬ মিনিটেই কোচের কপালের চিন্তার ভাঁজ অনেকটাই দূর করে দেন উইজনালদাম। ডামফ্রিসের সহায়তায় গোল করেন ৩০ বছর বয়সী রটারডামের এই মিডফিল্ডার।৭ মিনিট পর আবারো দর্শকবিহীন ইয়োহান ক্রইফ অ্যারেনায় প্রাণ ফেরান উইজনালদাম। ২-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। বিরতি থেকে ফিরেও ব্যবধান বাড়ানোর চেষ্টা করে যায় বয়ারের দল। অবশেষে ৫৫ মিনিটে মেমফিস ডিপে গোল করে দলের জয়ের পথ অনেকটাই নিশ্চিত করে দেন। পরপর তিন গোল হজম করা বসনিয়াকে কক্ষপথে ফেরাতে আপ্রাণ চেষ্টা করে যান ফরোয়ার্ডরা। কিন্তু প্রত্যাশিত সাফল্য মেলেনি।৬৩ মিনিটে প্রেভজেক গোল করে কিছুটা স্বস্তি উপহার দেন বসনিয়াকে। তবে, এরপর আর কোন গোল করতে পারেনি অতিথিরা। ৩-১ গোলের জয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।