স্পোর্টস ডেস্কঃ ক্যান্সারের কাছে হার মানলেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক গোলরক্ষক রে ক্লেমেন্স। ৭২ বছর বয়সে চিরবিদায় নিলেন এই ফুটবলার।জাতীয় দলের বাইরে, পেশাদার ফুটবল ক্যারিয়ারে লিভারপুল, টটেনহ্যামে দীর্ঘদিন খেলেছেন ক্লেমেন্স। ইংল্যান্ড জাতীয় দলে নির্ভরতার প্রতীক ছিলেন তিনি। তিনবার ইউরোপিয়ান কাপসহ ৫ বার প্রথম বিভাগে লিভারপুলের হয়ে শিরোপা জিতেছিলেন তিনি। ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৬১টি ম্যাচ। ২০০৫ সালে ক্যান্সারে আক্রান্ত হন ক্লেমেন্স। এরপর থেকে নানারকম শারিরীক জটিলতায়ও ভুগছিলেন তিনি। মাঝে সুস্থ্য হলেও, আবারো ক্যান্সার হানা দেয় তার শরীরে। অবশেষে পৃথিবীর মায়া ছাড়লেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।