News71.com
 Sports
 16 Nov 20, 12:32 PM
 420           
 0
 16 Nov 20, 12:32 PM

ফুটবল॥কাতার ম্যাচের আগে ফিটনেস ঘাটতি কাটাতে চায় বাংলাদেশ

ফুটবল॥কাতার ম্যাচের আগে ফিটনেস ঘাটতি কাটাতে চায় বাংলাদেশ

 

স্পোর্টস ডেস্কঃ ফিটনেস ঘাটতি থাকলেও, কাতার ম্যাচের আগে সেটা পুষিয়ে নেয়া সম্ভব হবে। এমনটাই মনে করেন জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও মাহবুবুর রহমান সুফিল। একই সঙ্গে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ধরে রাখতে চান তারা।হেড কোচ জেমি ডে'র দেহে করোনা ভাইরাস, বড়সড় ধাক্কা জাতীয় দলে। মন খারাপের খবরে সকালের অনুশীলন পণ্ড করে বিকেলে গা গরমে ব্যস্ত জামালরা। ওরা সবাই সুস্থ আছেন। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে আরো একটু নিজেদের ঝালিয়ে নেয়া।দশ মাস পর মাঠে ফেরাটা সুখের হয়েছে। তবে ঘাটতি আছে বেশ। তাতে নেপালের বিপক্ষে পার পাওয়া গেলেও, ছেড়ে কথা বলবে না কাতার। হাতে সময়ও নেই খুব একটা। সেটা জানেন ফুটবলাররা। তাই আপ্রান চেষ্টা সামর্থ্যের সবটুকু দিয়ে। দলের হয়ে এমন আত্মবিশ্বাসের কথা জানান বাংলাদেশ দলের ফরোয়ার্ড সাদ উদ্দিন ও ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল।বাংলাদে-কাতার ম্যাচ দিয়ে এশিয়ায় ফিরছে বিশ্বকাপ বাছাই। দল যখন পুরোপুরি ফিট না তখন, কাতারের মত প্রতিপক্ষের সঙ্গে কেন ম্যাচ খেলতে রাজি হলো বাফুফে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তার ওপর জেমির অসুস্থতা যোগ করেছে বাড়তি সংশয়! করোনা আক্রান্ত কোচ জেমি ডে দ্রুত সুস্থ হয়ে কাতারে দলের সঙ্গে যুক্ত হবেন বলে আশা করছেন ম্যানেজার আমের খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন