News71.com
 Sports
 14 Nov 20, 10:23 AM
 496           
 0
 14 Nov 20, 10:23 AM

টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারীদের কোয়ারিন্টিনে থাকতে হবে না॥

টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারীদের কোয়ারিন্টিনে থাকতে হবে না॥

 

স্পোর্টস ডেস্কঃ টোকিও অলিম্পিকে অংশ নিতে যাওয়া অ্যাথলিট, কোচ, গেমস অফিসিয়ালদের ১৪ দিনের কোয়ারিন্টিনে থাকার প্রয়োজন নেই। এমনটাই জানিয়েছেন টোকিও অলিম্পিক কমিটির সভাপতি ইউশিরো মোরি। এদিকে, টোকিও অলিম্পিক-২০২১ সকল অ্যাথলিটের জন্য নিরাপদ ও সুরক্ষিত হবে বলেই বিশ্বাস আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সভাপতি থমাস বাখের। এছাড়া, আগামী সপ্তাহে টোকিও সফরে যাওয়ার কথাও নিশ্চিত করেছেন আইওসির সভাপতি।করোনা পরিস্থিতিতেও আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই অলিম্পিক আয়োজনের জন্য মুখিয়ে আছে জাপান। আর তা বাস্তবায়ন করার জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে জাপান সরকার ও তাদের অলিম্পিক কমিটি।ইতোমধ্যে, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে বিশ্বের অনেক অঞ্চলে। তাই অলিম্পিকের মতো এমন বড় আসরে খেলোয়াড়দের স্বাস্থ্যসুরক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক।টোকিও অলিম্পিকের জন্য যারা আসবে তাদের কাউকে আইসোলেশনে থাকতে হবে কিনা এটাও ছিলো বড় প্রশ্ন। কিন্তু, অলিম্পিকে আসা কাউকে ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে না বলে নিশ্চিত করেছেন টোকিও অলিম্পিক কমিটির সভাপতি ইউশিরো মোরি।তিনি বলেন, অলিম্পিকে অংশ নিতে যাওয়া অ্যাথলিট, কোচ ও গেমস অফিসিয়ালদের ১৪ দিনের কোয়ারেন্টিনের কোন প্রয়োজন নেই। সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা করেই তাদের জাপানে প্রবেশ করানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন