News71.com
 Sports
 12 Nov 20, 12:41 PM
 458           
 0
 12 Nov 20, 12:41 PM

এবার করোনা আক্রান্ত হলেন প্রাক্তন ক্রিকেটার হাবিবুল বাশার॥

এবার করোনা আক্রান্ত হলেন প্রাক্তন ক্রিকেটার হাবিবুল বাশার॥

 

স্পোর্টস ডেস্কঃ  এবার করোনা আক্রান্ত হলেন জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। দুই দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। নিজের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন সাবেক এই অধিনায়ক, দুদিন থেকে জ্বর থাকায় পরীক্ষা করিয়েছি। পজিটিভ এসেছে।  তবে হাবিবুলের স্ত্রী, সন্তানের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। করোনায় আক্রান্ত হাবিবুল নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন। এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক মুমিনুল হক ও মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ-মুমিনুল দুজনেই কোয়ারেন্টাইনে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন