News71.com
 Sports
 10 Nov 20, 10:46 PM
 510           
 0
 10 Nov 20, 10:46 PM

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে কাতার যাবে বাংলাদেশ ফুটবল দল॥

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে কাতার যাবে বাংলাদেশ ফুটবল দল॥

স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতার যেতে রাজি বাংলাদেশ। এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাতারকে মৌখিকভাবে সম্মতিও দিয়ে দিয়েছে। এখন শুধু বাকি ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমতি। বাছাইপর্বের ফিরতি পর্বের চারটি ম্যাচ বাকি জামাল ভুঁইয়াদের; তার মধ্যে একমাত্র বিপক্ষে ম্যাচটি অ্যাওয়ে আর বাকি ভারত, আফগানিস্তান এবং ওমানের বিপক্ষে খেলাগুলো ঘরের মাটিতে। কাতারের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল আগেই। কিন্তু করোনা মাহামারির কারণে বিশ্বজুড়েই সব খেলা বন্ধ হয়ে যায়। বাদ যায়নি বাংলাদেশের ম্যাচও। কাতারের বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচটি হওয়ার কথা ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এ ব্যাপারে বাফুফে ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সম্মতিতে পৌঁছেছে। 

 

বাফুফের সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ কাতার যাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন কাতারের বিপক্ষে খেলা হতে পারে। যেহেতু তাদের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ বাকি আছে। সেক্ষেত্রে তারা আগামী দুয়েকদিনের মধ্যে ফিফা থেকে অনুমতি পেলে আমরা নেপাল ম্যাচের পর সেখানে ম্যাচ খেলে আসতে পারবো। আমরা মৌখিক সম্মতিও দিয়ে রেখেছি।  এদিকে দুদিন পরেই নেপালের বিপক্ষে খেলতে নামবেন জামাল ভুঁইয়ারা। ১৩ ও ১৭ নভেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ম্যাচের দুদিন বাকি থাকলেও এখনো দলের ম্যানেজার ঠিক করতে পারেনি বাফুফে। এ বিষয়ে কাজী নাবিল বলেন ম্যানেজারের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা এই ম্যাচ দুটিতে ম্যানেজার নাও রাখতে পারি। বিষয়টা এখনো ঝুলে আছে। সভাপতি ও বোর্ডের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন