News71.com
 Sports
 10 Nov 20, 01:11 PM
 456           
 0
 10 Nov 20, 01:11 PM

নারী আইপিএল॥ বাংলাদেশের সালমা জেতালেন ট্রেইলব্লেজার্সকে

নারী আইপিএল॥ বাংলাদেশের সালমা জেতালেন ট্রেইলব্লেজার্সকে

 

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুনের দাপটে, নারীদের আইপিএল খ্যাত ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের শিরোপা জিতলো তার দল ট্রেইলব্লেজার্স। ফাইনালে ১৬ রানে সুপারনোভাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ট্রেইলব্লেজার্স।  দুর্দান্ত বোলিং করে মাত্র ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেছেন টাইগ্রেস পেসার সালমা খাতুন।শারজায় সুপারনোভাসের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে, উড়ন্ত সূচনা পায় ট্রেইলব্লেজার্স। দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও দেয়ান্দ্র ডটিনের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়ে হারমানপ্রিত-তানিয়ারা। উদ্বোধনী জুটিতে ৭১ রান পায় ট্রেইলব্লেজার্স। ২০ রান করে এসময় আউট হন ডটিন। দলীয় ১০১ ও ব্যক্তিগত ৬৮ রানে আউট হন দলীয় অধিনায়ক স্মৃতি মান্ধানা। পরে আর কেউ শক্ত হাতে দাঁড়াতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১১৮ রানের পুঁজি পায় ট্রেইলব্লেজার্স। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি সুপারনোভাসের। দ্বিতীয় ওভারেই, ওপেনিং জুটি ভাঙ্গে তাদের। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।পরে তানিয়া ভাটিয়া ও জেমাইমা রদ্রিগেজ চেষ্টা করলেও, টিকতে পারেন নি বেশিক্ষণ। দলীয় অধিনায়ক হারমানপ্রিত কর সংগ্রহ করেন ৩০ রান। তাকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান সালমা খাতুন।এরপর অন্যরাও আর টিকতে পারেননি। মূলত টাইগ্রেস পেসার সালমা খাতুনের বোলিং তান্ডবে একে একে উইকেট হারাতে থাকে সুপারনোভাস। ফলে আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি তারা। নির্ধারিত ওভারে ১০২ রানে থামে তারা। মাত্র ১৮ রানের বিনিময়ে সালমা খাতুন শিকার করেন তিন উইকেট। তার দাপুটে বোলিংয়ের কল্যাণে ১৬ রানের জয় নিয়ে এবারের নারী আইপিএলের চ্যাম্পিয়ন হয় ট্রেইলব্লেজার্স।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন