News71.com
 Sports
 09 Nov 20, 06:49 PM
 476           
 0
 09 Nov 20, 06:49 PM

ছুটির দিনে কাতারে প্রবাসী বাংলাদেশীদের প্রতিষ্ঠিত পাঁচলাইশ ফুটবল ক্লাবে চলে নিয়মিত ম্যাচ, শরীর চর্চা ॥

ছুটির দিনে কাতারে প্রবাসী বাংলাদেশীদের প্রতিষ্ঠিত পাঁচলাইশ ফুটবল ক্লাবে চলে নিয়মিত ম্যাচ, শরীর চর্চা ॥

 

স্পোর্টস ডেস্কঃ কাতারে দীর্ঘদিন প্রবাসী বাংলাদেশি যুবকদের নিয়ে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম পাঁচলাইশ ফুটবল ক্লাব। ক্লাবটির পরিচালক ও কমিউনিটির নেতারা বলছেন খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধমুক্ত রাখা যায়। কর্মব্যস্ততার মাঝে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ফুটবল খেলার মাধ্যমে আনন্দ উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরাও।সাপ্তাহিক ছুটির দিন গুলোতে বেশির ভাগ প্রবাসী ব্যস্ত থাকেন পার্ক, হোটেল, মোটেল, রেস্তোরাঁয় আড্ডারত অবস্থায়। তবে এর ব্যতিক্রম ও আছে কাতারে। দীর্ঘ ১৫ বছর ধরে ভিন্ন রকম আমেজ দিয়ে যাচ্ছে চট্টগ্রামের পাঁচলাইশ ফুটবল ক্লাব। ফুটবল খেলার মাধ্যমে শরীরচর্চা হচ্ছে প্রবাসীদের।প্রবাসীরা জানান, দেশে আগে ফুটবল খেলতাম। কাতারে এসে এখন খেলি। খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। মন ভালো থাকে। সপ্তাহে দুদিন এই ক্লাবে ফুটবল খেলি। প্র্যাকটিস করি। শরীর ঠিক রাখার জন্য নিয়মিত খেলাধুলা করা দরকার। পাঁচলাইশ ফুটবল ক্লাবে আমরা অনেকেই খেলি। এখানে খেলাধুলার কারণে আমাদের শরীরও ফিট থাকে। মনও ভালো থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন