News71.com
 Sports
 09 Nov 20, 12:48 PM
 482           
 0
 09 Nov 20, 12:48 PM

ফুটবল॥পেনাল্টি মিসের আফসোসে পুড়লো ম্যানসিটি

ফুটবল॥পেনাল্টি মিসের আফসোসে পুড়লো ম্যানসিটি

 

স্পোর্টস ডেস্কঃ সুপার সানডের রোমাঞ্চকর ম্যাচে জয় পায়নি কোন দল। ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে লিভারপুল। শুরুতে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। দ্বিতীয়ার্ধে সিটিজেনদের হয়ে গোল পরিশোধ করে গ্যাব্রিয়েল হেসুস।ইপিএলে দুই জায়ান্টের লড়াই। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি ম্যানচেস্টার সিটি। সুপার সানডেতে হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে টিভি সেটের সামনে দর্শকদের উত্তেজনা। ইতিহাদ স্টেডিয়ামে ৪-৩-৩ অভিন্ন ফরমেশনে মাঠে নামে দু'দলম্যাচের ১৩ মিনিটেই বড় ভুল করে বসে সিটিজেনরা। ডি বক্সে অলরেড তারকা সাদিও মানেকে ফাউল করে বসে। স্পট কিক থেকে কোনো ভুল করলেন না মোহাম্মদ সালাহ। ১-০ গোলের লিড লিভারপুলের।নিজেদের মাঠে গোল খেয়ে অহমে ঘা লাগে সিটজেনদের। এমনিতেই গত মৌসুমে লিভারপুলের কাছে শিরোপা খুইয়েছে। গার্দিওলা শিষ্যরা ছন্দে ফেরে ম্যাচের ৩১ মিনিটে। গ্যাব্রিয়েলের পাস থেকে গোলরক্ষককে বোকা বানান ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়াল হেসুস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন