News71.com
 Sports
 09 Nov 20, 11:05 AM
 471           
 0
 09 Nov 20, 11:05 AM

ফুটবল॥রিয়ালকে লজ্জায় ডোবালো ভ্যালেন্সিয়া

ফুটবল॥রিয়ালকে লজ্জায় ডোবালো ভ্যালেন্সিয়া

স্পোর্টস ডেস্কঃ লা-লিগায় কার্লোস সোলারের হ্যাটট্রিকে কপাল পুড়লো রিয়াল মাদ্রিদের। ভ্যালেন্সিয়ার কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাস্ত মাদ্রিদিস্তানরা। এস্তাদিও মেস্তালা যেন দিন দিন দুর্বোধ্য হচ্ছে রিয়াল মাদ্রিদের কাছে। সবশেষ ৬ বার ভ্যালেন্সিয়ার ডেরায় গিয়ে কেবল একবারই জয়ের দেখা পেয়েছে মাদ্রিদিস্তানরা। এবারতো চ্যালেঞ্জ টা আরও বেশি। কেননা ম্যাচের একদিন আগে কোভিড পজিটিভ হয়ে ছিটকে গেছেন হ্যাজার্ড-ক্যাসিমিরোরা। তবে ২৩ মিনিটে জিদানকে স্বস্তির বার্তা দিলেন বেনজেমা। ডি-বক্সের লাইন থেকে ডানপায়ের দুর্দান্ত শটে জালের ঠিকানায় বল পাঠান রিয়ালের এই বুড়ো ঘোড়া। এ যাত্রায় গোলের কারিগর ছিলেন মার্সেলো। এরপর আর খুঁজেই পাওয়া যায়নি মাদ্রিদ জায়ান্টদের। নিজেদের মাঠে ঐ একটা গোল হজম করে আহত সিংহের মতো অতিথিদের ওপর আক্রমণ চালায় ভ্যালেন্সিয়া। সামাল দিতে গিয়ে ভুলটা করে বসে টেবিল টপারদের রক্ষণভাগ। ৩৫ মিনিটে পাওয়া পেনাল্টিটা জালে পুড়তে অবশ্য কোনো ভুল করেননি কার্লোস সোলার। ৮ মিনিট বাদে আবারও খেই হারা জিজু শিষ্যরা। ভারানের ব্যাকপাসে আত্মঘাতী গোল। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। ফিরে এসে আরো ধারালো জাভি গ্রাসিয়া শিষ্যরা। ৫৪ মিনিটে আবারও ডি-বক্সে নীতি বহির্ভূত বাধা। স্পটকিক থেকে জোড়া পূরণ কার্লোসের। ৯ মিনিট পর বিপদসীমায় রামোসের হ্যান্ডবল। ৬৩ মিনিটে আবারও নিখুঁত শটে পেনাল্টি হ্যাটট্রিক ঝুলিতে পোড়েন এই স্প্যানিশ নাম্বার এইট। ২০১৮'র বার্সেলোনার কাছে ৫-১ এর পর এটাই সবচেয়ে বড় ব্যবধানের হার বর্তমান চ্যাম্পিয়নদের।   

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন