News71.com
 Sports
 09 Nov 20, 10:59 AM
 471           
 0
 09 Nov 20, 10:59 AM

শঙ্কা কাটাতে অলিম্পিকের আগে পরীক্ষামূলক আয়োজন॥

শঙ্কা কাটাতে অলিম্পিকের আগে পরীক্ষামূলক আয়োজন॥

নিউজ ডেস্কঃ টোকিও অলিম্পিক আয়োজনের আগে দেশটির জিমন্যাসটিক্স ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো চারদেশীয় এক প্রীতি টুর্নামেন্ট। যার মূল উদ্দেশ্য হলো, যারা টোকিওতে অলিম্পিক আয়োজনের ব্যাপারে এখনও শঙ্কায় আছেন তাদের বার্তা দেয়া। আর তা হলো করোনা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্য নিরাপত্তা বজায় রেখে চাইলেই বড় কোন ইভেন্ট আয়োজন করা যায়। এদিকে, আইওসির সভাপতি থমাস বাখ মনে করেন, এটা অলিম্পিক আয়োজনের আগে হতে পারে এক দৃষ্টান্ত।  আগামী বছর অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া টোকিও অলিম্পিক্স। তার আগে দেশটির জিমন্যাসটিক্স ফেডারেশনের আয়োজনে টোকিওতে হয়ে গেলো চারদেশীয় এক প্রীতি টুর্নামেন্ট। জাপান ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার জিমন্যাস্টরা প্রতিযোগিতায় অংশ নেয়। যেখানে আছেন জাপানের তিনবারের অলিম্পিক স্বর্ণজয়ী কোহেই উচিমুরা।  অলিম্পিক আয়োজনের এই টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্যই ছিলো পুরো বিশ্বকে এক বার্তা দেয়া। আর তা হলো করোনার মধ্যেও স্বাস্থ্য নিরাপত্তা বজায় রেখে কোন ইভেন্ট সুষ্ঠুভাবে আয়োজন করা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন