স্পোর্টস ডেস্কঃ ফাইনালে যাবার দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রোববার (০৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায়।দুর্দান্ত ফর্মে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে প্রথম এলিমিনেটরে পাত্তাই পায় নি কোহলির আরসিবি। টানা ৪ ম্যাচ জিতেছে ডেভিড ওয়ার্নারের দল। এবার তাদের সামনে আসরের আরেক ফেভারিট দিল্লি ক্যাপিটালস। চলতি আসরের লিগ পর্বে দু'বারের দেখাতেই দিল্লিকে হারিয়েছে হায়দ্রাবাদ। ফাইনালে যাবার গুরুত্বপূর্ণ ম্যাচেও তার পুনরাবৃত্তি চাইবে ওয়ার্নার-উইলিয়ামসনরা। গেলো ম্যাচে চোটের কারণে খেলতে পারেন নি রিদ্ধিমান সাহা। অভিজ্ঞ এই ক্রিকেটারের ফেরার সম্ভাবনা আছে আসরের অঘোষিত সেমিফাইনালে। জেসন হোল্ডার আছেন দুর্দান্ত ফর্মে। অধিনায়ক ওয়ার্নার ব্যাটিংয়ে দলের ভরসা আর রাশিদ খান-নাটরাজানরা বল হাতে দিচ্ছেন আস্থার প্রতিদান।