News71.com
 Sports
 08 Nov 20, 01:27 PM
 446           
 0
 08 Nov 20, 01:27 PM

ফুটবল॥শীর্ষস্থান মজবুত করল পিএসজি

ফুটবল॥শীর্ষস্থান মজবুত করল পিএসজি

স্পোর্টস ডেস্কঃ শীর্ষস্থান আরও মজবুত করলো পিএসজির। ফরাসি লিগে রেনেকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের অবস্থান আরো শক্ত করেছে লিগ চ্যাম্পিয়নরা। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে প্রতিপক্ষ রেনেকে মোটেও ছাড় দেয়নি প্যারিস সেইন্ট জার্মেই। শুরু থেকেই চাপে রেখেছে দুর্বল রেনেকে। গোলের দেখাও পেয়েছে দ্রুত। মাত্র ১১ মিনিটের মাথায় ডি মারিয়ার অ্যাসিস্টে দারুণ এক গোল করেন কিন। তাতেই ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয় গোলের দেখা পেতে দশ মিনিট সময় নিয়েছে দ্যা পারশিয়ান। এবার হেরেরার বাড়ানো বলে পিএসজিকে ২-০ গোলের লিড এনে দেন আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া।প্রথমার্ধ্বে আর কোন গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বিরতির পর বেশ খানিক্ষণ স্কোরলাইন থাকে একই। অবশেষে ৭৩ মিনিটে গিয়ে নিজের জোড়া গোল পূরণ করে পিএসজির হয়ে ব্যবধান বাড়ান ডি মারিয়া। তাতেই জয় নিশ্চিত হয় থমাস টাচেলের দলের।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন