স্পোর্টস ডেস্কঃ ইপিএলে ঘরের মাঠে জয়ের ধারায় ফিরলো চেলসি। শেফিল্ড ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে ব্লুরা। এ জয়ের ফলে টেবিলের ৩ নম্বরে উঠে গেলো ল্যাম্পার্ডের দল। প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেড। ম্যাচ স্ট্যামফোর্ড ব্রীজে। চেলসিকে আর কে পায়। ম্যাচের শুরু থেকেই শেফিল্ডের ওপর চড়াও ব্লু শিবির।কিন্তু ৯ মিনিটে হয়েছে উল্টো। চেলসিকে চমকে দিয়ে গোলরক্ষককে বোকা বানিয়ে শেফিল্ডকে এগিয়ে নেন ম্যাকগোলড্রিক। গোল হজম করে টনক নড়ে চেলসির। ২৩ মিনিটেই সমতায় ম্যাচে ফেরে ব্লুরা। স্বাগতিকদের হয়ে গোল করেন আব্রাহাম ।এরপর ব্লুরা দ্বিতীয় গোলের দেখা পায় ম্যাচের ৩৪ মিনিটে। এবার জায়াখের বাড়ানো বল গোলে রূপ দেন চিলওয়েল। বিরতির পর ফিরে আক্রমণে আরো ধার বাড়ায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। ৭৭ মিনিটে আগের গোলের কারিগর জায়াখের অ্যাসিস্টেই ব্যবধান ৩-১ করেন থিয়াগো সিলভা।পরের গোলের দেখা পেতে খুব বেশি সময় নেয়নি চেলসি। ৩ মিনিটে পরেই কান্তের বাড়ানো বলে এবার স্বাগতিকদের হয়ে ব্যবধান বাড়ান ওয়ের্নার। তাতেই সহজ জয় নিশ্চিত হয় ব্লুদের।