News71.com
 Sports
 04 Nov 20, 08:59 PM
 494           
 0
 04 Nov 20, 08:59 PM

আইসিসি’র শীর্ষ মসনদ ফিরে পেলেন অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান॥

আইসিসি’র শীর্ষ মসনদ ফিরে পেলেন অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান॥

স্পোর্টস  ডেস্কঃ নিষেধাজ্ঞা শেষে ফিরেই সাকিবের বাজিমাত। আবারো দখলে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডারের সাম্রাজ্য। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবের দেশে ফেরার খবরে যখন দারুণ উচ্ছ্বসিত টাইগার ভক্তরা, ঠিক তখনই আনন্দের মাত্রা দ্বিগুণ হয়েছে। সাকিবের ফিরে আসাকে আরো রঙিন করেছে আইসিসির র‍্যাঙ্কিং প্রকাশ। কেননা এই তালিকায় আবারো মসনদ ফিরে পেয়েছেন তিনি।  আইসিসির প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠেছেন সাকিব আল হাসান। সাকিবের রেটিং পয়েন্ট ৩৭৩। এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। তার রেটিং পয়েন্ট ৩০১। আর ২৮১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ইংল্যান্ডের ক্রিস ওকস। এর আগে, ২০১৯ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সাকিব আল হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধ করে। চলতি বছর ২৯ অক্টোবর নিষেধাজ্ঞার বেড়াজাল থেকে মুক্ত হন এই টাইগার অলরাউন্ডার।বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে ফিরেই মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন শুরু করবেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন