News71.com
 Sports
 01 Nov 20, 11:08 AM
 483           
 0
 01 Nov 20, 11:08 AM

আবারো হোঁচট।। টানা ৪ ম্যাচে জয়শূন্য বার্সা

আবারো হোঁচট।। টানা ৪ ম্যাচে জয়শূন্য বার্সা

স্পোর্টস ডেস্কঃ লা লিগায় আবারো হোঁচট খেয়েছে বার্সেলোনা। এবার আলাভেসের সাথে ১-১ গোলে ড্র করলো কাতালানরা। এ নিয়ে টানা চার ম্যাচে জয়শূন্য বার্সা। চলতি মৌসুমে যেনো বড্ড অচেনা বার্সেলোনা। সেভিয়ার সঙ্গে ড্র করার পর,গেতাফে ও রিয়ালের মাদ্রিদের কাছে হেরে কোনঠাসা কোম্যানের দল। এবার আলাভসের সাথে ড্র করে আবারো ধাক্কা খেলো বার্সা। সবমিলিয়ে টানা চার ম্যাচে জয়ের মুখ দেখেনি কাতালান ক্লাবটি। যেখানে বার্সা সুপার স্টার লিওনেল মেসির পারফরম্যান্স ছিলো বিবর্ণ। চ্যাম্পিয়নস লিগে য়্যুভেন্তাসকে হারানো বার্সেলোনা এদিন আলাভেসের বিপক্ষে অসংখ্য সুযোগ করেছে হাতছাড়া। শুরুতেই মুর্হমুহ আক্রমণে প্রতিপক্ষের রক্ষণদূর্গে কাঁপন ধরিয়ে দেয় বার্সা। তবে ১২ মিনিটে গোলকিপারকে ওয়ান টু ওয়ানে পেয়েও নিজের ১৮ তম জন্মদিনটা রাঙাতে পারেনি স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি। বিপরীতি স্বাগতিকরাও বল জালে জড়াতে পারেনি। এবারের মৌসুমে একেবারেই চেনা ছন্দে নেই মেসি। প্রতিপক্ষের রক্ষণদেয়াল ভাঙ্গতেই পারছে না আর্জেন্টাইন এ ফরোয়ার্ড। এ ম্যাচেও নামের প্রতি সুবিচার করতে পারেননি বার্সা সুপার স্টার। ৩১মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে বসে বার্সেলোনা। যা আলাভেসের মাঠে সাত ম্যাচে এই প্রথম বার্সার জালে গোল। অবশ্য ৬ মিনিট পর সমতায় ফেরার সুযোগটা হাতছাড়া করেন ডি ইয়ং। তাই পিছিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা। বিরতির পর আক্রমণের ধার বাড়াতে পেদ্রি ও পিয়ানিচকে নামান বার্সা কোচ। তবে পুরোপুরি রক্ষণাত্নক হয়ে পড়া আলাভেসের ডিফেন্ডারদের কড়া নজরে ছিলো বার্সা ফরোয়ার্ডরা। যদিও ৬৩ মিনিটে দারুণ গোল করে সমতায় ফেরান গ্রিজম্যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন